|
Date: 2023-06-23 16:54:42 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়কের পাশ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত ভবঘুরে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৩ জুন) বিকাল ৫ টার দিকে উপজেলার উত্তর সুবিদখালী পুরাতন বোর্ড ঘর সংলগ্ন বরগুনা - বাকেরগঞ্জ মহাসড়ক থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভবঘুরে ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত ২ দিন যাবত উত্তর সুবিখালী সরকার বাড়ি স্কুলের রাস্তায় অবস্থান করছিল।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ওই নারী গত কয়েকদিন যাবত বোর্ডঘর এলাকায় অবস্থান করছিল। শুক্রবার বিকেলে এক পথচারী সড়কের পাশে ওই নারীকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে। তখন সে ওই নারীকে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
© Deshchitro 2024