যার কাছে সম্পর্ক করাটা ঠিক ডাল ভাতের মতো কিংবা খুবই সহজ,সে কখনোই সম্পর্কের প্রতি সিরিয়াস থাকবে না।সম্পর্ক এবং সম্পর্কের মানুষটির প্রতি সেই বেশি গুরুত্ব দেয়,যে সম্পর্কে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে।

মানুষ সম্পর্কের শুরুতে যতটা সিরিয়াস,কেয়ারিং এবং আবেগ দেখায়,একটা সময় পর সেই সিরিয়াস কিংবা আবেগ,কেয়ারিং কোনোকিছুই আর থাকে না!এটা যে সবার ক্ষেত্রেই হয়,তা কিন্তু নয়। 

উদ্দেশ্য নিয়ে কিংবা শুধুমাত্র প্রয়োজনে যারা সম্পর্কে জড়ায়,তারা কখনোই একই অবস্থায়,একটা মানুষকেই গুরুত্ব দিবে না।সম্পর্কের শুরুতে যতটা দেখাবে,অপর পাশের মানুষটা সিরিয়াস হয়ে গেলেই সে তার আসল রূপটা দেখাবে আর এটাই স্বাভাবিক।

আবেগ ঢেলে দিয়ে যে মানুষটা মায়ার জালে বন্দী করে,সেই মানুষটাই কিন্তু একটা সময় বাস্তবতা কিংবা পরিস্থিতির দোহাই দেয়।

যারা প্রকৃত অর্থে একটা মানুষে আসক্ত,একটা মানুষের মাঝেই নিজের সব সুখ খুঁজে নেয়,তারা কখনোই সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি হুট করে উদাসীন হয় না।যারা প্রয়োজনে নয়,ভালোবেসে সম্পর্কে জড়ায় তারা কখনোই অপর মানুষটাকে মানসিক ভাবে ভেঙ্গে যেতে দেয় না।তারা হয় একসাথে ভালো ভাবে বাঁচে, আর না হয় একসাথে জ্বলে পুড়ে অঙ্গার হয়।

লেখক :প্রণব মন্ডল, শিক্ষার্থী ; খুলনা ইউনিভার্সিটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024