নাইক্ষ‌্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫শ পিস ইয়াবাসহ টেকনাফ নয়াবাজার এলাকার আব্দু রশিদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।


শুক্রবার( ২৩ জুন) ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে এসআই পাভেল মল্লিকের সঙ্গীয় ফোর্সের অভিযানে ঘুমধুমের টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া-টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর তল্লাশী করে সন্দেহজনক এক যুবককে গ্রেপ্তার করে। পরে তার কাছ ইয়াবা পাওয়া যায়।





পুলিশে সুত্রে জানাযায়, আটক ব‌্যক্তি স্বাভাবিক প্রক্রিয়ায় পায়ুপথ দিয়ে ২৯ টি পোটলায় ১৪৫০ পিস ইয়াবা বের করে দেন। পরবর্তীতে সে জানায় তাহার পেটের ভিতরে আরো ১ টি ইয়াবার পোটলা রয়েছে।


আটক ব্যাক্তি অসুস্থতাবোধ করায় তাৎক্ষনিকভাবে তাকে নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতাল রেফার করেন। পরে কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তারের তত্ত্বাবাধনে বাকী ১ টি পোটলায় ৫০ পিস ইয়াবাসহ সর্বমোট ১৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।


আটককৃত ব্যাক্তি, টেকনাফ উপজেলার নয়াবাজার সাতঘড়িয়া পাড়া এলাকার আব্দু শুক্কুর’র পুত্র আব্দু রশিদ (৩৫) বলে জানা গেছে।


ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে অভিনব কায়দায় শরীরে লুকায়িত অবস্থায় ইয়াবাসহ এক ব‌্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহ বলেন, ইয়াবাসহ আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন।


তিনি আরো বলেন, পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024