"কান্দেরে পরাণ " গানে মিউজিক ভিডিও দিয়ে এবারের ঈদে আসছে মডেল মেহেদী হাসান। শিল্পী সোহাগ মল্লিক এবং ডিরেক্টর রাজের পরিচালনায় মিউজিক ভিডিও কাজটি সম্পন্ন হয়েছে সম্প্রতি। কো আর্টিস্ট মডেল হিসেবে ইয়ামিন বাবু এবং নিধি ছিলেন। মেহেদী হাসানের কাছে অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, মূলত মিউজিক ভিডিও কাজ করার প্রচুর অফার ছিলো তবে ব্যাটে বলে মিলেনি তাই করা হয় নি। যেহেতু রাজ ভাই ডিরেক্টর এবং সহ অভিনেতা হিসেবে থাকবে আমার বেস্ট ফ্রেন্ড মডেল ইয়ামিন বাবু তাই আগ্রহ বেড়ে গিয়েছে। আর রাজ ভাই কে চেনাজানা অনেক আগে থেকে। তিনি ভালো কাজ করেন। গান টি ও শুনে ভালো লেগেছে। শুটিংয়ের অভিজ্ঞতা খুব অদ্ভুত। সারাদিন বৃষ্টি ছিলো। কষ্ট করে কাজ করতে হয়েছে। তবে সবাই অনেক বেশি হেল্পফুল ছিলো তাই কাজটি করতে আনন্দ পেয়েছি।


মডেল মেহেদী হাসান বর্তমানে মাস্টার্স পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি মডেলিং অভিনয়ের পাশাপাশি লেখালেখি করছেন একই সূত্রে। একুশে বইমেলায় তার উপন্যাস " ডিভোর্স পেপার " বেশ প্রশংসা কুড়িয়েছে। তার লেখা নাটক " অচেনা প্রেম " এবারের ঈদে আসবে। আগামীতে সময় সুযোগ পেলে তিনি কাজের দিকে আরও বেশি মনোযোগী হবেন। যদিও মডেল মেহেদী হাসানকে মিউজিক ভিডিও করতে গিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তিনি যদিও এসব বিষয় তিনি পাত্তা দেননি। 


মিউজিক ভিডিও তে প্রথমবার মডেল মেহেদী হাসান। © ফাইল ছবি


এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকই অনেক বাজে সমালোচনা করেছেন। এসব নিয়ে সময় নষ্ট না করে নিজের কাজে মনোযোগ দিলে ভালো হবে। আমার কাজের জায়গা আর ব্যক্তিগত জীবন দুটি একসাথে মিলিয়ে ফেলবেন না। দিন শেষে আমাদের ও পরিবার আছে। সবাই ভালো থাকবেন ঈদের শুভেচ্ছা রইলো "ঈদ মোবারক" । 


উল্লেখ্য, মেহেদী হাসান একাধারে একজন কবি, লেখক ও মডেল অভিনেতা। তিনি লেখালেখির জন্য বিভিন্ন সাহিত্য স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য বেগম রোকেয়া সাহিত্য পুরস্কার (২০২০) , দ্যা এসভিইও ফিল্ম কম্পিটিশন পুরস্কার (২০২০) এবং শর্ট স্টোরি প্রতিযোগিতায় পুরস্কার (২০২২) সম্মাননা পেয়েছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024