|
Date: 2023-06-24 10:54:03 |
মৌলভীবাজার পৌর এলাকার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উক্তিকে সামনে রেখে শনিবার (২৪ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফজলুর রহমান মহসিন ও জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার মলি আক্তার।
বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে নগদ দুই হাজার টাকা, সনদ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024