|
Date: 2023-06-24 11:44:23 |
ঝালকাঠির নলছিটিতে নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বন ভোজনের আয়োজন করা হয়।
২৪ জুন শনিবার সকালে নলছিটির দপদপিয়া ইউনিয়নের এ্যাডভেঞ্চার এগ্রো রিসোর্টে নলছিটির বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ জন সংবাদ কর্মীরা এই বন ভোজনে অংশ গ্রহণ করেন।
সকাল থেকেই নানা আয়োজনের মধ্যদিয়ে কাটতে থাকে আনন্দঘন সময়। মধ্যাহ্ন ভোজে সংবাদ কর্মীদের সাথে যুক্ত হন নলছিটি থানার অফিসার ইনচার্জ মুঃ আতাউর রহমান, ঝালকাঠি জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহম্মদ তৌহীদ, যুব উন্নয়ন অফিসার মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার, দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ সোহরাব হোসেন (বাবুল মৃধা), ইউপি সদস্য নিপা আক্তার প্রমুখ।
© Deshchitro 2024