মৌলভীবাজারে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুই দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। 

ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়-এর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের আওতায় মৌলভীবাজার জেলার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ২ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। 

প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ারুল কাদির।

ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দুইদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ১৪টি দারুল আরকাম মাদরাসার মোট ২২জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী প্রশিক্ষণ কোর্সে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াইহয়া চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024