বরিশালের গৌরননদীতে আজ শনিবার বিকেলে  বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে মধুমাস উদযাপন উপলক্ষে ফলাহার বর্ষাবরন ও সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা প্রেসক্লাবের  মিলনায়তনে বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলার আগুরপুর এর উত্তরন সাঙ্কৃতিক সংগঠনের সভাপতি কবি কাজী বোরহানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আঃ হাকিম, বঙ্গবন্ধু কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য কবি শিকদার রেজাউল করিম, বিশিষ্ট সমাজ সেবক আনিসুর রহমান, গৌরনদী উপজেলা  প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মাসুদ করিম, টরকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহিন, সাংবাদিক ও কবি বেলাল হোসেন, সম্প্রীতি সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা সংগঠক মোঃ শাহ আলম, কবি ডাঃ তপন কুমার দাস। বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারন সম্পাদক কবি মুশফিক শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কবিতা পরিষদের সহ-সভাপতি কবি শেখ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক উৎপল চক্রবর্তী , সহ সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, সাংস্কৃতিক সম্পাদক  ডাঃ তরুণ চক্রবর্তী, দপ্তর সম্পাদক ডাঃ বিনয় কৃষ্ণ শিয়ালী, প্রচার সম্পাদক কবি হাছান অাকন, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি আবদুল মতিন,, কবি শাহাবুদ্দিন মোল্লা, বিনয় ঋষি প্রমূখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024