সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে নিজস্ব কার্যালয়ে স্ট্রেনথ ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড প্রমোটিং ওরগানিং এগ্রিকালচার প্রজেক্ট এর আওতায় পানি ও সার ব্যবস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন সহ সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা। প্রশিক্ষক হিসাবে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্যামনগরের কর্মকর্তা তুষার কান্তি গোলদার, কারিতাস বাংলাদেশ শ্যামনগর অফিসের কর্মসূচি কর্মকর্তা সুমন মালাকার, সামসের প্রোগ্রাম অফিসার সঞ্জয় মাঝী।
গত শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী প্রশিক্ষণে পানি ব্যবস্থাপনা, প্রাকৃতিক উপায়ে লবন পানি অপসারণ, পুষ্টি ও খাদ্য, বসত ভিটায় সবজি চাষ, জৈব কৃষিতে উদ্বুদ্ধকরণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।