|
Date: 2023-06-25 10:01:56 |
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বাজেট ঘোষনা ও সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৫ জুন রবিবার সকালে পৌরসভার মেয়রের কার্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা ও সংবাদ সম্মেলন করা হয়।
বাজেট ঘোষনা করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান। ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭১, ৯৮, ৪০৩.৮২ টাকা রাজস্ব উদ্বৃত্তসহ ১১৪, ১৭, ১১, ২২০.৫৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান তার বক্তব্যে বলেন, মধুপুর - ধনবাড়ির থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি'র সহযোগিতায় মধুপুর পৌরসভার উন্নয়ন এগিয়ে যাচ্ছে। মধুপুর পৌরসভা কে একটি আধুনিক উন্নত মডেল পৌরসভা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাকিরুল ইসলাম ফারুক, বেশর আলী ফকির, কাউন্সিল আমজাদ হোসেন , হারুন অর রশীদ, বিল্লাল হোসেন, বাবলু আকন্দসহ কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক,পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024