কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় ছেলে নিহত ও বাবা গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে উপজেলার চাঁদের বাজারে। 


জানা যায়, গঙ্গারহাট থেকে ছেলে মাসুদ রানা(৯) কে নিয়ে সাইকেলযোগে ফুলবাড়ী আসছিলেন একরামুল হক (৪০)। চাঁদের বাজারে পৌঁছালে পেছন দিক থেকে আসা শ্যালো মেশিন চালিত ইট বোঝাই ট্রলির চাকা হঠাৎ বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে গুরুত্বর আহত হয়। 


পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ছেলে মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। এবং বাবা একরামুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করা হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।


এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, ঘাতক ট্রলিটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024