|
Date: 2023-06-25 16:09:26 |
বগুড়া শেরপুরে আন্তঃজেলা কোচ টার্মিনাল পরিদর্শন করেছেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।
২৫ জুন (রোববার) দুপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কের যানযট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শেরপুরে ধুনটমোড় নতুন আন্তঃজেলা কোচ টার্মিনাল পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা, ওসি (তদন্ত) আজমগীর হোসেন, শেরপুর হাইওয়ে ওসি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, বগুড়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অত্র টার্মিনাল এর পরিচালক আব্দুল্লাহ সেখ, বগুড়া মোটর মালিক গ্রুপ শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ জুন শুক্রবার বিকেলে উপজেলার ধুনট মোড় বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন এর সভাপতিত্বে ও বগুড়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেখ এর পরিচালনায় টার্মিনাল উদ্বোধন ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে আন্তঃজেলা কোচ টার্মিনাল উদ্বোধন করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।
© Deshchitro 2024