ঈদ যাত্রাকে কেন্দ্র করে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে থ্রী হুলার চলাচল বন্ধে ধামরাই থানা পুলিশ,গোলড়া হাইওয়ে থানা পুলিশ এবং নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই উপজেলা শাখা বিভিন্ন বাসস্ট্যান্ড পরিদর্শনে থ্রি হুইলার চালকদের সাথে পথসভা করেন।


শনিবার(২৪শে জুন) ধামরাইয়ের ঢাকা-আরিচা হাই-ওয়ে বিভিন্ন বাস স্ট্যান্ডে এই পথসভা করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই থানার সম্মানিত অফিসার ইনচার্জ(ওসি)জনাব, হারুন অর রশিদ সাহেব, গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব,সুখেন্দু বসু সাহেব,ওসি অপারেশন জনাব  নির্মল কুমার দাস, নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়া এবং নিসচা সড়ক যোদ্ধারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024