|
Date: 2023-06-25 16:55:05 |
ধামরাই উপজেলার ভালুম বাথুলী এলাকার বংশী নদীতে সিরাজগঞ্জ থেকে আগত গরু ভর্তি পাঁচটি লঞ্চ নদীতে অতিরিক্ত কচুরিপানার কারণে আটকা পরে।
রবিবার(২৫শে মে) বিকালের দিকে লঞ্চ গুলো ভালুম-বাথুলী ব্রীজ সংলগ্ন এলাকায় আটকা পরে।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ২০০টি গরু নিয়ে পাঁচটি লঞ্চ গাবতলী গরুর হাটের উদ্দেশ্য রওনা হয়েছিল। এই কোরবান ঈদের জন্য গরুগুলো গাবতলী হাটে ওঠানোর কথা।
কিন্তু নদীতে অতিরিক্ত কচুরিপানা আটকে থাকার কারণে ঢাকা ডুকা সম্ভব হচ্ছেনা। এতে গরু ব্যবসায়ীরা অনেকটা ভোগান্তিতে পরে।তারা ট্রাক দিয়ে গাবতলী গরুগুলো নেওয়ার ব্যবস্থা করছে বলে জানিয়েছেন।
© Deshchitro 2024