বগুড়ার আদমদীঘিতে আধা কেজি গাঁজাসহ ইউনুছ আলী (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার কুসুম্বী সোনারপাড়ার আব্দুল গফুর মন্ডলের ছেলে। গত শনিবার (২৪ জুন) রাতে উপজেলার সুদিন সন্যাশতলি মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় আদমদীঘি থানায় কুসুম্বীর ইউনুছ আলী ও তেঁতুলিয়ার রফিকুল ইসলাম রফিককে আসামী করে মাদক আইনে একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার রাতে আদমদীঘির সুদিন গ্রামের সন্যাশতলি মন্দির এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উপ পরিদর্শক তারেক হোসেন ফোর্স-সহ ওই স্থানে অভিযান চালিয়ে ইউনুছ আলী নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তার নিকট থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে। এসময় অপর মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক পালিয়ে যায়। গ্রেফতারকৃতকে গত রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024