দেশ-বিদেশে বসবাসরত সকল সাংবাদিক সহকর্মী ভাই-বোনদের পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় নিউজপোর্টাল দেশচিত্র'র বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান রিপন।

একান্ত বার্তায় তিনি বলেন,প্রতি বছর মুসলিম জাতীর মধ্যে আসে এই উৎসব পবিত্র ঈদুল আজহা।গরু,ছাগল,দুম্বা,উট কুরবানির মধ্য দিয়ে পালিত হয় এই ঈদুল আজহা।উচ্চবিত্ত/মধ্যবিত্ত মানুষেররা তাদের সামর্থ অনুযায়ী পশু কুরবানি করে এবং নিম্নবিত্ত পরিবারদের সেই কুরবানির মাংস বিতরণ করেন।

পরিশেষে তিনি আরও বলেন,আপনারা যারা উচ্চবিত্ত মানুষ আছেন আপনাদের আশপাশের নিম্নবিত্ত পরিবারদের সামান্য অর্থ সাহায্য করে তাদেরকে ঈদের আনন্দ উপভোগ করাতে উৎসাহিত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024