|
Date: 2023-06-26 05:58:12 |
শুধু ছাদ বাগান নয়, বরং ছাদবাগানের ব্যাপ্তি ছাড়িয়ে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বগুড়ার নন্দীগ্রামের কৃষি অফিসের ছাদে স্থাপিত ছাদ কৃষি লার্নিং সেন্টার। নিয়মিত কৃষি সেবা প্রদানের পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগ হিসেবে উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু এই সেন্টারটি পরিচালনা করছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী ঘোষনা প্রতি ইঞ্চিজায়গা আবাদের আওতায় নিয়ে আসার জন্য সকলকে উৎসাহিত করা এবং ছাদ কৃষিকে জনপ্রিয় করাই এটির অন্যতম লক্ষ্য।এক সময়ের খালি ছাদ এখন দৃষ্টিনন্দন ছাদ কৃষির আওতায়। এখানে বিভিন্ন ধরনের দেশী-বিদেশী ফল, ফুল, সবজি ও শোভাবর্ধনকারী গাছ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাগানো হয়েছে। প্রতিটি গাছের সাথে বাংলা নাম, ইংরেজিনাম এবং বিশেষ গুনাগুণ/বৈশিষ্ট্যসহ নেমপ্লেট লাগানো রয়েছে। যেখানে একজন দর্শনার্থী একা একা ঘুরে ঘুরেই নানা কৃষি প্রযুক্তি সম্পর্কে জানছেন এবং শিখছেন।
এছাড়াও রয়েছে ছাদ কৃষি শুরু করার প্রাথমিক করনীয় ডিসপ্লে বোর্ড এবং প্রাথমিক উপকরণ কর্ণার যেখানে যেকোন দর্শনার্থী খুব সহজেই বিভিন্ন উপকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করতে পারছেন। এছাড়াও পরিত্যক্ত বোতলে পেঁয়াজ চাষ, খালি বস্তা ব্যবহার করে খুব সহজেই আদা,হলুদ চাষের অভিনব প্রযুক্তি গুলোও এখানে প্রদর্শন করা হচ্ছে।
এই কৃষি লার্নিং সেন্টারে রয়েছে হরেক রকমের ফুল ও ফলের গাছ। যেমন, ফুলেরকর্ণারে শোভাছড়াচ্ছে পয়েনসেটিয়া, অ্যাজিলিয়া, সিজিয়াম, রজনীগন্ধা, পিটুনিয়া, গাঁদা, বেলী, নয়নতারা, কমলা রঙ্গন, লাল রঙ্গন, জবা, স্থল পদ্ম, বাগানবিলাস, পাতাবাহার, ক্যাকটাস, পর্তুলিকাসহ আরো অনেক। ফলের কর্ণারে রয়েছে বার মাসি আম, কাঠাল, অগ্নিশ^রকলা, থাই পেয়ারা, দেশীমাল্টা, আমড়া, কামরাঙ্গা, লেবু, কদবেল, জাম্বুরা, সুইট লেমন,সরিফাসহ নানা প্রজাতির ফলগাছ। বিদেশী ফল গাছের উপস্থিতি ও চোখে পড়ার মতো।
© Deshchitro 2024