রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার (২৬ জুন) সকাল ১২ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজিড, জন্মগত ‎হ্নদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগিদের মাঝে আর্থিক অনুদানের চেক এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বহি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্র্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে সরকারের উন্নয়ন বিষয় তুলে ধরেন এবং একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার আহব্বান জানান।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বক্তব্য রাখেন ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, শ্যামনগর প্রেসকাব সভাপতি আকবর কবীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন রোগিদের মাঝে মাথাপিছু ৫০ হাজার টাকা করে মোট কুড়ি লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বজ্রপাতে নিহত, সড়ক দূঘটনায় নিহত, বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নয় টি পরিবারের মাঝে এক লক্ষ চল্লিশ হাজার টাকার চেক আর্থিক সহায়তা হিসাবে বিতরণ করা হয়।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024