|
Date: 2023-06-26 09:49:26 |
মো:মাহফুজ আলম (৪২), নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে ঘাটলাবাগ চনহাজী বাড়ির নুরুল ইসলামের ছেলে ব্যাটারি চালিত অটো চালক। একসময় ভ্যান ও প্যাডেল চালিত রিকশা চালালেও অসুস্থতার কারণে ১ লাখ ২০ হাজার টাকা কিস্তি করে একটি অটো রিকশা ক্রয় করে। বিগত কয়েক দিন ধরে ব্যাটারী চালিত অটো চালিত রিকশা চালিয়ে সংসার চালিয়ে আসছিলো। কিন্তু ভাগ্যের কি পরিহাস গত ২১ তারিখে বুধবার রাতে তার নিজ বসতঘরের সামনে থেকে ব্যাটারি চালিত অটো রিকশার ৫০ হাজার টাকা মূল্যের একসেট ব্যাটারী চুরি হয়ে যায়। বাকরুদ্ধ হয়ে খোঁজাখুঁজি শুরু করে, না পেয়ে মাথা হাত বসে পড়ে মাহফুজ। সাথে পরিবারের লোকজনকেও চোখে পড়ে। তাদের চিত্রও একই। হতদরিদ্র অসহায় পরিবারের একমাত্র রোজগারের আয়ের উৎস ছিলো একমাত্র অটো রিকশাটি। মাহফুজ জানান, তিন ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বসবাস করেন তিনি। এরই মাঝে অভাবের সংসারে বড় মেয়ে এসএসসি পরীক্ষা দেন গত বছর। মেঝো মেয়ে ৯ম শ্রেনীতে অধ্যয়নরত। ছোট ৮ বছরের ছেলেকে সংসারের অভাবের তাড়নায় পড়াশুনা ছেড়ে একটি গ্যারেজে কাজে দিয়ে দেন মাহফুজ আলম।
প্যাডলে রিকশা চালিয়ে অসুস্থ হয়ে পড়া মাহফুজ সংসার চালাতে কিস্তি করে একটি অটো ক্রয় করে। ১ মাস ১৫ দিন আগে কিস্তি নিয়ে অটো চালিয়ে সংসারের খরচ যোগাতেন। সংসার ও অটো বাবদ প্রতি মাসে কিস্তি চালাতেন। তিনি কিস্তির ১ লাখ ২০ হাজার টাকার মাঝে এখনো কিস্তি পরিশোধের বাকি ১ লাখ ১০ হাজার টাকা। কিস্তি পরিশোধ ও ব্যাটারী কেনার টাকা জোগাড় করতে না পেরে হতাশ অটোরিকশা চালক। কিন্তু একটু ভাল খাওয়ার আশায় অটো নিলেও অটোটির ব্যাটারী চুরি হয়ে যায়। কে তার সংসার ও কিস্তি চালাবে। কে তার পরিবারের খরচ চালাবে। এভাবে কান্না চোখে বলতে থাকে। এদিকে কান্না করতে করতে স্ত্রী অসহায় পরিবারের কথা বলছিলেন। তাদের দাবি,দানশীলরা এগিয়ে এসে তাদের জীবন বাঁচাবে। আর কয়েকদিন পরেই ঈদুল আযহার ঈদ। সবাইকে সহযোগিতা করার কথাও বলেন। অপরদিকে স্থানীয় কামরুল ইসলাম দাবি, এভাবে অটো রিকশা বা অটো রিকশার ব্যাটারী চুরি হয়ে যাওয়া অসহায় পরিবারগুলো নিঃস্ব হয়ে যাবে। দ্রুত পুলিশ প্রশাসন অপরাধীদের ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে এ পরিবারটির পাশে বিত্তবানসহ সবাইকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার কথাও বলেন।
অটো চালক মাহফুজের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহবান। যোগাযোগ:01853095395
© Deshchitro 2024