|
Date: 2023-06-26 10:08:26 |
ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের নলছিটি সংগঠনের আয়োজনে মাদক বিরোধী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় উল্লাস চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানে অতিথি ছিলেন, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস, নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, নিউ লাইফ মাদকাসক্তী ও মানসিক, সহায়তা, নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের প্রতিনিধি মো. রিসালাত মীরবহর, ব্যবসায়ী ও শামসুন্নাহার ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ফকির, নলছিটি উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান, রেনেসাঁ ইনফো টেকের পরিচালক আক্তারুজ্জামান প্রমুখ।
অতিথি বৃন্দ মাদকের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা করেন। কিশোর কিশোরীদের মাদকের প্রতি ঝোক বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। প্রদর্শনীতে বিভিন্ন মাদক বিরোধী স্লোগান সম্বলিত দেয়ালিকা প্রদর্শন করা হয়। নিউ লাইফ মাদক নিরাময় কেন্দ্রের সহায়তায় প্রদর্শনী শেষে মাদক বিরোধী লিফলেট বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, তারুণ্যের নলছিটির কনভেনার খালেদ সাইফুল্লাহসহ সকল ভলান্টিয়ারবৃন্দ প্রমূখ।
© Deshchitro 2024