|
Date: 2023-06-26 11:05:09 |
সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠান করে যানজট, জন সাধারণ চলাচলের দুর্ভোগ, সড়কের পাশে অবৈধ দোকান ও বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করার দায়ে চাটখিল বাজারে ১৯ টি প্রতিষ্ঠানকে মামলায় এক লক্ষ আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর বাজারে ও মেইন সড়কের ২৬ জুন (সোমবার) দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনসাধারণের রাস্তায় চলাচল, স্কুল শিক্ষার্থীদের যাতায়াতের প্রতিবন্ধকতা, মূল সড়কের নির্বিঘ্নে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা তৈরী করে, দূর্ঘটনা সহ নানাভাবে অসুবিধা ভোগ করছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের নাগরিক সেবা প্রদানে এমন উদ্যেগ অব্যাহত থাকবে বলে জানান।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেছে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন সহ চাটখিল থানা পুলিশের একটি টিম।
© Deshchitro 2024