|
Date: 2023-06-26 11:41:53 |
জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরের আড়ার সাথে রশি বেধে গলায় ফাঁস দিয়ে লিমন (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। আজ সোমবার(২৬ জুন) সকালে উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামে এঘটনা ঘটে লিমন ঐ গ্রামের লবানু এর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন মামুন জানান, লিমনের বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর থেকে সে তার নানার বাড়িতে থাকতো পরে তার নানা মারা গেলে নানি তাকে দেখা শোনা করেন।
গত ২৫ জুন রাত আনুমানিক ১০.টার সময় খাওয়া-দাওয়া শেষ করে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় তার নানি লিমনকে ডাকতে গিয়ে দরজা খুলে দেখেন ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে মরদেহ ঝুলে আছে।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© Deshchitro 2024