২৩ জুন আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে টাঙ্গাইলের মধুপুরে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করে এক পক্ষ নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে। ঐ দিনের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও  উপজেলা চেয়ারম্যানকে দায়ী করে পদ থেকে তার বহিষ্কারের দাবী তোলা হয়েছে এ সংবাদ সম্মেলনে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শরীফ আহমদ নাসির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক সরকার, সদস্য অধ্যক্ষ(অব:) নাসির উদ্দিন খান, আক্তার হোসেন খান, আব্দুল মান্নান, যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিমুল, সদস্য মহি উদ্দিন মহির, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান,ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহাম্মেদ সজীব প্রমুখ। 

উল্লেখ্য, ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে মধুপুরে বিবদমান দুই গ্রুপ পৃথক কর্মসূচি গ্রহণ করে। পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান গ্রুপ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু’র গ্রুপ থানা মোড় সংলগ্ন মালাউড়ী তার বাসার সামনে কর্মসূচি পালনের আয়োজন করে। এ কর্মসূচিতে আসার পথে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে ঐ দিনই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরেুদ্ধে তার ব্যবহৃত সরকারি গাড়ি,বাসা ও নেতাকর্মীদের মোটর সাইকেল ভাংচুরের ঘটনায় দায়ী করে। পরে তার পক্ষে মধুপুর থানায় আলাদা দুটি অভিযোগ দায়ের করে। এ ঘটনার প্রতিবাদে অপর গ্রুপ (সিদ্দিক হোসেন খান) পাল্টা সংবাদ সম্মেলন করে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুকে দায়ী করে বক্তৃতা করে। বক্তৃতায় নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের আসার পথে বাধা সৃষ্টি এবং মারপিট করে। নিজেরাই বাড়ী,গাড়ী দোকানপাট ভাংচুর করে আমাদের উপর দায় চাপায়। তাঁরা উল্লেখ করেন গত ১৪ মে এক গণমাধ্যমে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিষোধাগার করে বক্তব্য দিয়ে ছরোয়ার আলম খান আবু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁর বিরোদ্ধে জেলা আওয়ামীলীগ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ অবস্থায় তারা ছরোয়ার আলম খান আবু ও তার সাথে থাকা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি’র পদত্যাগও দাবী করেছেন । সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024