|
Date: 2023-06-26 12:53:37 |
আদমদীঘি উপজেলার নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে বসানো কোরবানীর পশুর হাটে অতিরিক্ত হারে টোল আদায় করায় হাট ইজারাদারের প্রতিনিধির ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২৬ জুন) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর হাট চলতি সনে নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে কোরবানীর পশু কেনাবেচার জন্য হাট বসান। ওই কোরবানীর হাটে বেচাকেনা শুরু থেকে ইজারাদার সরকারি নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত হারে একটি গরু ৯০০ টাকা ও ছাগল প্রতি ৫০০ টাকা হারে আদায় করছিলেন। এরমধ্যে বিক্রেতার কাছেও ১০০ টাকা করে নেয়া হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে বসানো হাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অতিরিক্ত হারে টোল আদায়ের সত্যতা মেলায় হাট ইজারাদারের প্রতিনিধি ময়না নামের এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
© Deshchitro 2024