◾ তানভীর আহমেদ রাসেল : কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অঅধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব আদ্রা ইউনিয়ন (পিউসা) এর উদ্যোগে আদ্রা ইউনিয়নের সকল স্কুল-কলেজের শিক্ষার্থীদের "মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।


২৬ জুন (সোমবার) ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের বিভিন্ন স্কুলের ৮ম- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ গ্রহণ করেন। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামি শনিবার।


১ম বারের মত এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আমাদের লক্ষ হচ্ছে এই ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখা বিশেষ করে উচ্চশিক্ষার ব্যাপারে শিক্ষার্থীদের আরো বেশি আগ্রহী করা এবং উচ্চশিক্ষার পথটা সহজ করে তোলা।


নাঙ্গলকোটে পিউসা'র উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত । © ফাইল ছবি


আর আমাদের এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে আসলে মেডিকেল, বুয়েট এবং বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা টা কিভাবে করা প্রয়োজন।কারণ আমরা চাই আমাদের ইউনিয়ন থেকে প্রতিবছর যেনো বড় একটা সংখ্যা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায়।আর তাদের এই সেই পথচলায় "পিউসা" সবসময় তাদের পাশে থাকবে।


পরীক্ষাটি পরিচালনা করেন সংগঠনের সদস্যরা। পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন আদ্রা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম মজুমদার।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024