পটুয়াখালীতে “চিরঞ্জীব মুজিব" এর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এর  প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার সকাল ১১টায় গণপূর্ত অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পটুয়াখালী’র আয়োজনে গণপূর্ত ক্লাবঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব" এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী  মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টাফ  অফিসার মোঃ তৈয়েবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী সদর পিন্টু তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শওকত হোসেন মামুন, মোঃ ইউসুফ হাওলাদার, লিটন চন্দ্র রায়, উপ-সহকারী প্রকৌশলী ই/এম মোঃ বদরুল হাসান,  প্রাক্কলনিক রাকিব খান,  উপ-সহকারী প্রকৌশলী গলাচিপা, মোঃ মনিরুজ্জামান , মোঃ রুহুল আমিন, ইসরাত জাহান কেয়া, উচ্চমান হিসাব সহকারী দেবাশীষ চন্দ্র সেন, প্রধান সহকারী  শ্রীবাস গোমস্তা, নির্বাহী প্রকৌশলীর ব্যাক্তিগত  সহকারী মোঃ আমির হোসেন ইমনসহ পটুয়াখালী গণপূর্ত বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগণ। এ চলচিত্র প্রর্দনী শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ও তাঁর পরিবারের সদস্যবৃন্দদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024