|
Date: 2023-06-26 16:19:50 |
কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী গরু কিনলেন মেয়র মুজিবুর রহমান থেকে। সোমবার রাতে কক্সবাজার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাট খুরুশকুল রাস্তার মাথা থেকে ৩ লক্ষ টাকায় এই গরুটি ক্রয় করলেন নব নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। কোরবানির ঈদ উপলক্ষ্যে নিজ খামারে পালনকৃত পশু থেকে মেয়র মুজিবুর রহমান ৬ টি গরু বাজারে তুলেছেন বিক্রি করার জন্য তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও দামী গরুটি কিনেছেন মেয়র মাহবুুবুর রহমান চৌধুরী।
প্রতি বছরের ন্যায় এই বছরও জমে উঠতে শুরু করেছে পৌরসভার একমাত্র খুরুশকুল রাস্তা কোরবানি পশুর হাট। ঈদ আসতে বাকি ২ দিন ইতিমধ্যে জেলা বিভিন্ন অঞ্চল থেকে ছোট, বড় নানা সাইজের কোরবানির পশু বাজারে এসে ভীড় করেছে। ক্রেতা বিক্রেতাদের সমাগমও লক্ষ্মণীয়। চৌধুরী ভবনের সামনে থেকে খুরুশকুল ব্রীজ পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেচা কেনার কাজ চলবে বলে জানিয়েছেন বাজার কতৃপক্ষ।
© Deshchitro 2024