|
Date: 2023-06-26 23:53:09 |
কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়ন মানিকদী নয়াহাটি নতুন বাজারে জমে উঠেছে কুরবানির পশুর হাট। ক্রেতারা জানান গতবছরের ছেয়ে এবছর গরুর মূল্য অনেক টা বেশি। বাধ্য হয়ে অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে গরু।গতবছর থেকে এবছর কুরবানির দিকে আকর্ষণ কম জানা গেছে। এদিকে বারতি মুনাফা পেয়ে খুশি বিক্রেতারা। গরুর খাদ্য পন্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে গরুর বাজার মূল্য অধিক পরিমাণে ধারিয়েছে বলে জানা গেছে।
© Deshchitro 2024