মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে সৃজনশীল ও অরাজনৈতিক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব-২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী শুক্রবার ৩০ জুন ২০২৩ বিকেল সাড়ে ৩ টায় অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন কিন্ডারগার্টেনে জমকালো আয়োজনে এ ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাকির সবুর।


ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ড. আমিনুর রহমান সুলতান ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন। ঝিকুট ফাউন্ডেশনের সদস্য ফাহাদ ও শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, সিরাজদিখান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন, বিক্রমপুর চাঁদের হাটের সভাপতি এমদাদুল হক পলাশ, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বাংলাদেশ পুলিশ পরিদর্শক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আরশাদ হোসেন আকাশ, লতব্দী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা শাহানা আফরোজ, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেল, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মরতুজা আল আশরাফি প্রমুখ।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঝিকুট ফাউন্ডেশন, কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার। এছাড়াও উক্ত উৎসবে এলাকার জশস্বী লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, সংগঠক, শিক্ষক, সাংবাদিক, য়শিল্পী, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সৃজনশীল ব্যক্তিত্বগণ কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করবেন ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024