মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আমতলী উপজেলা সহ দেশ বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আমতলী উপজেলা ছাত্রলীগের সদস্য ,সভাপতি,মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদ বরগুনা জেলা শাখা। 


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আলাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন। মহান আলাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য প্রদর্শন করেছেন তা অতুলনীয়। তিনি এই বিশেষ দিনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে রাজনৈতিক জীবনে আমার পথ চলা। আজ পবিত্র ঈদুল আযহা দিনে মহান নেতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। তারপরও মুসলিম উম্মাহর এই বিশেষ দিন সমগ্র বিশ্ববাসীর কাছে ইব্রাহিম (আ.) এর ত্যাগ চির সমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে।


 একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র বিশ্বশান্তির দর্শন ‘ জনগণের ক্ষমতায়ন ‘সুদৃঢ় করাই আমাদের অঙ্গীকার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024