শ্যামনগরে অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ ‘‘আমার মত মানুষের সেলাই মেশিন ক্রয় করার অর্থ নাই। এই সেলাই মেশিন পেলে ঋণ নিয়ে ছিট কাপড় তুলে দর্জির কাজকে বড় করার চেষ্টা করব।’’ এসব কথা গুলো বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (২৭ জুন)সকাল ১১ টায় অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সেলাই মেশিন গ্রহণ কারী সুফিয়া খাতুন, তৃষ্ণা বিশ^াস, সুমা আক্তার সহ অন্যান্যরা। তারা বক্তব্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য শ্যামনগর উপজেলা পরিষদের সকল কর্মকর্তা সহ  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসাবে উল্লেখ করে সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করার কথা বলেন। শ্যামনগর উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শিক্ষক রনজিৎ বর্মন।

উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে আরইআরএমপি-৩, এলসিএস ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলার বাছাইকৃত কুড়ি জন কর্মক্ষম মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন প্রাপ্ত মহিলারা হল সুফিয়া খাতুন-শংকরকাটি, মাহফুজা বেগম-হরিনগর, নিলুফার ইয়াসমিন-বুড়িগোয়ালিনী, মনোয়ারা খাতুন-গোপালপুর, সুমা আক্তার, রিপা আক্তার- বাদঘাটা, মিনারা খাতুন, ফাতেমা খাতুন-সিরাজপুর, জেসমিন সুলতানা, ছকিনা বেগম- হরিপুর, সৈয়াদা জান্নাতুল আদন-শ্যামনগর, সুফিয়া খাতুন- মাহমুদপুর, শাহানারা খাতুন-খানপুর, তৃষ্ণা বিশ^াস- ঈশ^রীপুর, তাহমিনা খাতুন- রমজাননগর, আমিরুননেছা- আজাদনগর, নাজমা খাতুন -ছোট ভেটখালী, আলেয়া খাতুন-নওয়াবেঁকী ও রাবেয়া খাতুন -গাবুরা।

ছবি- শ্যামনগরে অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024