|
Date: 2023-06-27 10:05:15 |
ঐচ্ছিক তহবিল হতে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় একশত জন ভোগীকে প্রায় পাঁচ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা হল রুমে ২৭ জুন (মঙ্গলবার) ১১ টায় চাটখিল উপজেলার ৭৩ জনকে প্রায় তিন লক্ষ তেষট্টি হাজার টাকা এবং সোনাইমুড়ি উপজেলায় ২৭ জনকে ১ লক্ষ ৩৭ হাজার টাকার সহ সর্বমোট প্রায় পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুইয়ার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র নিজাম উদ্দীন ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ও পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন প্রমূখ।
© Deshchitro 2024