|
Date: 2023-06-27 13:07:55 |
জামালপুরের মাদারগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে মোঃ সম্রাট (১২)নামের এক প্রতিবন্ধী শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার (২৭ জুন)মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের জোনাইল পক্ষীমারি এলাকার বাড়ীর পাশের পুকুরে এ ঘটনা ঘটে৷ নিহত সংগ্রাম কৃষক জাহিদুল ইসলামের ছেলে৷ নিহত সংগ্রাম বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার৷ নিহতের চাচাতো ভাই সাদ্দাম হোসেন জানান সংগ্রাম ও তার চাচাতো ভাই লাবন একই সাথে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামে সংগ্রাম কে আর না দেখতে পেয়ে লাবন বিষয়টি সংগ্রামের পরিবারকে জানালে পরে তারা এসে দেখে পুকুরে সংগ্রামের লাশ ভেসে আছে৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন৷ বিষয়টি নিশ্চিত করেছেন গুনারীতলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ জোনাব আলী৷
© Deshchitro 2024