|
Date: 2023-06-27 13:33:23 |
আস্সালামু আলাইকুম, আসন্ন পবিত্র ঈদুল আজহা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ হলো- পশু কুরবানি। এ সময় রাজধানীসহ সারাদেশে লাখ লাখ পশু কুরবানি দেয়া হয়। তবে প্রতি বছরই সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে রাজধানীসহ সর্বত্র কুরবানির পশুর রক্ত ও উচ্ছিষ্টাংশে মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি হয়। আর এসব বর্জ্য থেকে রোগবালাই ছড়ানোর আশঙ্কা থাকে।
এ জন্য কুরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। তাহলে পরিবেশ দুষণ থেকে মুক্ত হওয়া যাবে। তাছাড়া ধর্মীয়ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর খুবই গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের একটু সচেতনতা পরিবেশ এবং আমাদের আসে পাশের মানুষরা কষ্ট ও বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকবে। সৃষ্টিকে কষ্ট দিয়ে কখনোই স্রষ্টাকে খুশি করা যায় না । আসুন আমরা সচেতন হই অন্যদের কেউ সচেতন করি।আমাদের পরিবেশ আমরাই দূষণ থেকে রক্ষা করি।
কেননা, মহান আল্লাহ তা’আলা পরিষ্কার,পরিচ্ছন্নতা ও পবিত্রতা পছন্দ করেন। হোক তা আত্মার, শারীর অথবা পরিবেশের। আল্লাহর এই নিয়ামত মানুষের উপর তখনই পরিপূর্ণতা লাভ করে যখন মানুষ সঠিক পন্থায় আত্মা ও শরীর উভয়ের পাক-পবিত্রতা অর্জনের পাশাপাশি পরিবেশের জন্যও পূর্ণ জ্ঞান ও হেদায়েত লাভ করতে সক্ষম হয়। এ জন্যই প্রিয় নবী (স.) বলেছেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ "(তিরমিযি)। সুতরাং ইমানের পূর্ণতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন অতীব জরুরি।
আমাদের সকলের ত্যাগ ও কুরবানী আল্লাহ কবুল করুক।আমিন। ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক আমাদের সকলের মাঝে ।
মির্জাপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক
জনসচেতনতাই: মির্জাপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (এমএসএফ)
© Deshchitro 2024