পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ২৭জুন (মঙ্গলবার) সকাল থেকে সর্ববৃহৎ খিলপাড়া বাজার পশুর হাট।


সকাল থেকে খামারিরা ও খুচরা  বিক্রেতারা প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে পরু, চাগল ও মহিষ নিয়ে এসেছে পশুর হাটে। ক্রেতা বিক্রেতার সমন্বয়ে বিক্রি হচ্ছে কোরবানির পশু। সরজমিনে গিয়ে দেখা যায় ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষের মাধ্যমে অনেকে কাঙ্খিত কোরবানির পশু কিনে নিচ্ছেন। 


মফস্বলে এরিয়া হওয়ার কারনে অংশীদার ভিত্তিক কোরবানি অংশগ্রহণ করার করায় রয়েছি বড় পশুর যথেষ্ট চাহিদা।  গরুর যথেষ্ট চাহিদা তার তুলনায় ছোট খুব কম লক্ষ্য করা গেছে। স্বল্প আয়ের মানুষেরা সাধ্যের মধ্যে কিনে নিচ্ছেনকোর ছাগল।


পশুর হাটে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে। ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে ক্রেতারা কিনে নিচ্ছেন তাদের পছন্দের কারবানির পশু। প্রায় পাঁচ শতাধিক গরু ছাগল  বিক্রি করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024