আব্দুর রহিম বাবলু:-

কামারের দোকানে সারাক্ষণ শোনা যাচ্ছে ‘টুং-টাং’ শব্দ। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোহা পিটিয়ে টুং টাং শব্দে চলছে ধারালো অস্ত্র তৈরির কাজ। মুসলমানদের ধর্মীয় দ্বিতীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে কুমিল্লার নাঙ্গলকোট কামার পল্লীর লোকজন। কোকিল ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে হাট বাজারের কামাররা দেশী প্রযুক্তির দা, বটি, ছুরি, কুড়াল ও চাপাতি তৈরির কাজ করতে নিঘুম রাত কাটাচ্ছেন কর্মকাররা। ঈদ সামনে রেখে উপজেলার সবকটি বাজারে কামারের দোকানগুলোতে এমনই দৃশ্য দেখা যায়। পশু কোরবানি ও মাংস কাটার অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য অনেকে আগে থেকেই অর্ডার নিয়ে রাখা দেশীয় ছোট অস্ত্র বানাতে বেশ উৎসব মুখর ব্যস্ত সময় কাটাচ্ছে।

হাট-বাজারসহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই গ্রামের লোকজন পশু জবাই ও মাংস তৈরির কাজের জন্য কামারীদের কাছে প্রয়োজনীয় ধারালো দেশী তৈরী চাকু, বটি, কাটারি ও ছুরি তৈরীর আগাম অর্ডার দিয়ে রেখেছেন কামার পল্লীগুলো টুংটুং শব্দে এখন মুখরিত। ঘুমাতে পারছে না পাশেরবাড়ির মানুষগুলো। এখানকার কামারদের নিপুন হাতে তৈরি বটি, ছুরি, কাটারি, দা, বেকি, কুঠার, খুন্তা ও লাঙ্গলের ফলাসহ বিভিন্ন ধরণের যাবতীয় প্রয়োজনীয় লৌহজাত দ্রব্য তৈরি করেন।

নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট পৌর বাজার,ঢালুয়া বাজার, শান্তির বাজার, মাহিনী বাজার, বাংগড্ডা বাজার সহ প্রতিটি হাট-বাজারে ঈদুল আযহাকে সামনে রেখে কামার কারিগররা সারা বছরের তুলনায় বর্তমানে রাতদিন ব্যস্ত সময় কাটাচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024