কর্ণফুলি

ছন্দা দাশ



রুপোর নূপুর পায়ে দিয়ে

ছলাৎ ছলাৎ চল

পাহাড় বেয়ে কর্ণফুলি

নামছে টলমল।


ঢেউ তোলা তার ভঙ্গিমাটি

মোহন রূপের সাজ

ঝলক তুলে চলছে ছুটে

একটুও নেই লাজ ।


কর্ণফুলি , কর্ণফুলি

কানে কোথায় ফুল

ঝুমকোজবা, আলোক লতা

মুক্ত দানার দুল?


ইচ্ছেমতো চলছো ছুটে

যেথায় তোমার সাধ

সাগর বুঝি ডাকছে তোমায়

নেইকো তোমার বাঁধ? 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024