একেবারে দোরগোড়ায় চলে এসেছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। আগামী ২৯ জুন, সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। কোরবানির ঈদে মাংস কাটার জন্য খাটিয়ার বিকল্প নেই বললেই চলে। আর তাই ঢাকার দোহার উপজেলায় খাটিয়ার ব্যবসায় এখন তুঙ্গে। স'মিল মালিক, গাছ পাইকার ও অস্থায়ী ব্যবসায়ীরা করছে খাটিয়ার বেচাকেনা। 


সাধারণত শক্তপোক্ত গাছ থেকেই খাটিয়া তৈরি করা হয়। নরম গাছ দিয়ে মাংস কাটার খাটিয়া বানানো যায় না। বা বানানো গেলেও সেটার কদর বাজারে তেমন নেই। তাই তেঁতুল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, মেহগনি গাছের খাটিয়া বাজারে বেশি বিক্রি হয়৷ দাম কিছুটা বেশি হলেও এসব শক্তপোক্ত গাছের খাটিয়ার কদরই বেশি লক্ষ্য করা যায় ক্রেতাদের মাঝে। 


দোহার উপজেলার কয়েকটি বাজারের খাটিয়া ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, খাটিয়ার বেচাকেনা মূলত ঈদের ২ দিন আগ থেকে চাঁদ রাত পর্যন্ত চলে। তেঁতুল, আম, কাঁঠাল গাছের খাটিয়া এখানে বেশি বিক্রি হয় বলেও জানায় তারা৷ দামের বিষয়ে জানতে চাইলে তারা জানায়, ছোট খাটিয়া ১৫০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, মাঝারি সাইজের খাটিয়া বিক্রি হচ্ছে ৩৫০-৫৫০ টাকায়। আর একেবারে বড় সাইজের খাটিয়া মানভেদে বিক্রি হচ্ছে ৭০০-১২০০ টাকায়৷ 


গতবছর করোনা থাকার কারণে বেচাকেনা কিছুটা কম থাকলেও, এবছর যথেষ্ট বিক্রি হবে বলে আশা রাখছেন দোহারের খাটিয়া ব্যবসায়ীরা। উপজেলার জয়পাড়া বাজার, দোহার বাজার, সুতারপাড়া বাজার, মেঘুলা পশুর হাট সংলগ্ন, নারিশা বাজার, মুকসুদপুর ডাকবাংলো পশুর হাট সংলগ্ন এবং ফুলতলা বাজারের মোড়ে মোড়ে খাটিয়ার ভ্রাম্যমাণ দোকান লক্ষ্য করা গেছে৷ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024