|
Date: 2023-06-28 08:00:31 |
ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে ব্যাটারি চালিত অটোরিকশা টমটম শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৮জুন) বেলা ১১ টায় আদমদীঘি বাসট্যান্ড চত্বরে উপজেলা ব্যাটারি চালিত টমটম মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে প্রায় ৩ শতাধিক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে তেল, রসুন, পেঁয়াজ-সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে সমিতির সভাপতি দুলাল মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু ও শাকিব প্রমুখ।
© Deshchitro 2024