যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারে পরিষ্কার-পরিচ্ছন্ন রুচিসম্পন্ন ভ্রাম্যমান চা বিক্রেতা মোঃ আব্দুস সাত্তার, ইসলামিক ভাবধারায় সুন্নতি পোশাক পরিধান করে নিজের বাসায় বিভিন্ন ধরনের মানসম্মত মসল্লা দ্বারা তৈরি  সুস্বাদু  চা নোওয়াপাড়া বাজারের অনেকেরই মন জয় করে চলেছে। 

তিনি বলেন, মাদ্রাসায় লেখাপড়া করেছি জেনেছি কোন কাজই ছোট নয়।হালাল উপায়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করাতে হবে, আর এটা তার খুবই পছন্দের কাজ। এর আগে কাচা মালের ব্যবসা করেছেন, এখন  চা বিক্রয় করি। অনেক মহামানব ছিলেন যারা টুপি সেলাই করেছেন, জুতা সেলাই করেছেন, অনেকেই বিভিন্ন ধরনের হালাল উপায়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন।  তিনি আরো বলেন আমাদের আনেক চিন্তাধারা পরিবর্তন করতে হবে, সুধু দুনিয়ার মোহে পড়ে থাকলে হবেনা, আমাদেরকে আখিরাত মুখি হতে হবে, সঠিক দ্বীন বুঝতে হবে। তিনার নিকট আরামদায়ক অনেক চাকরি বা কাজের অফার আসলেও সেগুলো গ্রহণ করেননি।  আজান হলে কাজ ছেড়ে নামাজের জন্য মসজিদে গমন করেন। চা বিক্রয়ের মধ্য দিয়ে অনেকের সঙ্গে ইসলামের সঠিক দিক তুলে ধরে আলাপচারিতা করে নিজেকে ধন্য মনে করেন। তিনি ইসলামের সঠিক নিয়ম মেনে জীবন যাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তিনি স্ত্রী সহ এক কণ্যা সন্তান নিয়ে বর্তমানে নওয়াপাড়া  শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।

মোঃ আব্দুস সাত্তারের স্থায়ী বাড়ি মনিরামপুর উপজেলায়, ডাকুরিয়া ইউনিয়নেরউত্তর পাড়ায়।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024