চাটখিল উপজেলা পরিষদের সাম্প্রতিক প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্প দ্বিতীয় পর্যায় ৬ তলা ভিত বিশিষ্ট ৪ তলা ভবন কমপ্লেক্সের বৃত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ২৮ (বুধবার) বেলা বারো টায় চাটখিল উপজেলা কমপ্লেক্সের বৃত্তি প্রস্তর উদ্বোধন করেন (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এক্টিভ গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া,
ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমূখ।

৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চাটখিল উপজেলা কমপ্লেক্স। খোরশেদ আলম (স্বত্বাধিকারী)
ঠিকাদার কোম্পানি তাহসিন এন্টারপ্রাইজ নির্মাণ কাজটি সম্পন্ন করবেন বলে জানা যায়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024