|
Date: 2023-06-28 11:54:50 |
শ্যামনগরে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তের হাজারের উর্দ্ধে ব্যক্তি ভিজিএফের চাল পেলেন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বারটি ইউনিয়নে তের হাজার তিন শত তেত্রিশ জন কার্ডধারী ব্যক্তি ভিজিএফের চাউল পেলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম সুত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বারটি ইউনিয়নে ভিজিএফ কার্ডধারী ১৩,৩৩৩ জন ১৩৩.৩৩ মেট্রিকটন চাল পাবেন। ঈদের পূর্বে ট্যাগ অফিসারদের উপস্থিতিতে চাল বিতরণ সমাপ্ত করতে হবে বলে জানান।
ইউনিয়ন অনুযায়ী কার্ডধারী ও চালের পরিমান হল ভূরুলিয়া ইউপিতে কার্ড সংখ্যা ৮৩৫টি ও চালের বরাদ্ধ ৮.৩৫০ মেঃটন, কাশিমাড়ী কার্ড সংখ্যা ১১১০টি ও চালের বরাদ্ধ ১১.১০০ মেঃটন, শ্যামনগর কার্ড সংখ্যা ১৩২৮টি ও চালের বরাদ্ধ ১৩.২৮০ মেঃটন , নুরনগর কার্ড সংখ্যা ৭৫৫ টি ও চালের বরাদ্ধ ৭.৫৫০ মেঃটন, কৈখালী কার্ড সংখ্যা ১০৮০ টি ও চালের বরাদ্ধ ১০.৮০০ মেঃটন, রমজাননগর কার্ড সংখ্যা ৯১৫ টি ও চালের বরাদ্ধ ৯.১৫০ মেঃটন, মুন্সিগঞ্জ কার্ড সংখ্যা ১৩৩০টি ও চালের বরাদ্ধ ১৩.৩০০ মেঃটন, ঈশ^রীপুর কার্ড সংখ্যা ১৩৬০ টি ও চালের বরাদ্ধ ১৩.৬০০ মেঃটন, বুড়িগোয়ালিনী কার্ড সংখ্যা ১০৪০ টি ও চালের বরাদ্ধ ১০.৪০০ মেঃটন, আটুলিয়া কার্ড সংখ্যা ১২৬০ টি ও চালের বরাদ্ধ ১২.৬০০ মেঃটন, পদ্মপুকুর কার্ড সংখ্যা ১০২০ টি ও চালের বরাদ্ধ ১০.২০০ মেঃটন এবং গাবুরা ইউপিতে কার্ড সংখ্যা ১৩০০টি ও চালের বরাদ্ধ ১৩.০০০ মেট্রিক টন।
উপজেলার বারটি ইউনিয়নে সরকারি নির্দেশনা অনুযায়ী বরাদ্ধকৃত চাল বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।
ছবি- শ্যামনগরে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ।
© Deshchitro 2024