বরগুনার আমতলী পৌরসভার মিলনায়তনে পৌর এলাকার সকল মসজিদের ইমাম মোয়াজ্জিন ও হাফেজদের নিয়ে নিয়ে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমতলী পৌরসভা এ সমাবেশের আয়োজন করে।


 বুধবার (২৮জুন ২০২৩ ) সকাল ১০ টায় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান ইমাম সমাবেশে সভাপতিত্ব করেন।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ কাদের মিয়া , বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা । 


বক্তব্য রাখেন প্যানেল মেয়র হাবিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসরাম জুয়েল ,গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুস সোবহান লিটন,সাংবাদিক মোঃ জাকির হোসেন, মো. আবু সাইদ খোকন, আমতলী কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মোঃ আব্দুর নূর, রেভিনিউ জামে মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মোঃ আনিসুর রহমান, প্রমুখ। সভায় ১২০ জন ইমাম মোয়াজ্জিন অংশগ্রহন করেন।


সমাবেশ শেষে ঈদুল আযহা উপলক্ষে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের পক্ষ থেকে প্রত্যেকে মসজিদের ইমামকে নগদ ৫ হাজার মোয়াজ্জিমদের নগদ ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024