সিরাজগঞ্জ থেকে  : সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬ জন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের জেলার সলঙ্গা থানার পুকুরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির জানান, ঈদের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুকুরপাড় এলাকায় ঢাকা থেকে রাজশাহিগামি একটি পিকআপভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ও ট্রাকে থাকা এক শিশুসহ চারজন নিহত হয়। আহত হয় আরো অন্তত ৬ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরন করে। নিহতদের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় আনা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024