|
Date: 2023-06-29 16:31:19 |
নান্দাইলে ৪৮ কেজি গাঁজাসহ আটক ২
ময়মনসিংহের নান্দাইলে ৪৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুন)সকালে নান্দাইল চৌরাস্তা চাঁদমণি খাবার হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার চাবাজপুর গ্রামের নাজিমউদ্দীনের ছেলে কামাল মিয়া (৪০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ত্রিশঘর গ্রামের আবুল কালাম ফকিরের ছেলে মাসুদুর রহমান ওরফে করিম (২৩)।
নান্দাইল মডেল থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নান্দাইল চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ থেকে ছয়জন পালিয়ে গেছেন। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
© Deshchitro 2024