সকালবেলা ঘুম ভাঙলো,

শুনে পাখির কিচিমিচি।

চারিদিকে যেনো বইছে বাতাস,

কেমন সুন্দর প্রকৃতি।


মোরগ গুলো ডাকছে কেমন,

ঘুম ভাঙানোর ডাক।

তবু কেহ আছে ঘুমিয়ে,

আলসে মতন ভাব।


শিউলী ফুলের গন্ধ আসে,

রঙিন বাগান হতে।

তখনও যারা ঘুমিয়ে আছে,

মূর্খ তারাই বটে।


তাইতো মোরা সকাল সকাল,

ঘুমকে করবো জয়।

তবেই মোরা এই পৃথিবীতে,

জ্ঞানী হবো নিশ্চয়।



মোঃ হাসিবুল হাসান হিমেল


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024