মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে সৃজনশীল ও অরাজনৈতিক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন'র আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব-২৩ সম্পন্ন হয়েছে । শুক্রবার বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন কিন্ডারগার্টেনে ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব চলে ।




জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন।




ঝিকুট ফাউন্ডেশনের সদস্য ফাহাদ ও শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন,  কথাসাহিত্যিক ও জাদুশিল্পী শিকদার আব্দুস সালাম, মিডিয়া ব্যক্তিত্ব কবি আসাদ কাজল, কবি শিপন হোসেন মানব, সাংবাদিক ও বাউল শিল্পী কবির হোসেন প্রমুখ।




অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিকুট ফাউন্ডেশনের সদস্য  মোহাম্মদ তরিকুল ইসলাম। এছাড়া উৎসবে এলাকার জশস্বী লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, সংগঠক, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সৃজনশীল ব্যক্তিত্ব কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024