|
Date: 2023-07-01 13:42:17 |
শনিবার (১ লা জুলাই) বিকালে কটিয়াদীতে কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। কাঁচা বাজার করতে আসা আবু বাকার জানান, বাজারে এসে বিপাকে পরেছি কাঁচা মরিচ কিনতে গিয়ে।তিনি বলেন দাম জিজ্ঞাস করতে দোকানদার বললো ৮০০ টাকা কেজি। একান্তবাধ্য হয়েই ৮০ টাকায় ১০০গ্রাম কাঁচা মরিচ কিনলাম।
আরেক নারী ক্রেতা জানান, কাঁচা মরিচ কিনতে গিয়ে মাথায় হাত। ২০০ টাকা কেজির কাঁচা মরিচ ৮০০ টাকা কেজি। দাম বেশী হওয়ায় কাঁচা মরিচ না কিনেই চলে যাচ্ছি।
বাজারের ব্যবসায়ী সবুজ মিয়া জানান, বাজারের এ অবস্থা থাকলে হয়তো আগামীকাল কাঁচা মরিচের দাম হাজার টাকার উপরে চলে যাবে।
জনসাধারনের জানান, বাজার মনিটরিং জোরদার করলে নিয়ন্ত্রনে রাখা যেতে পারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।
© Deshchitro 2024