◾ নিউজ ডেস্ক 


রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আজ রবিবার সকালে তেজগাঁওয়ের তিব্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আলী হোসেন তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।


নিহতের চাচা আমানুল্লাহ জানান, সকাল ৭টায় স্কুলে যাওয়ার সময় তিব্বত এলাকায় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দেয় আলীকে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024