বগুড়ার আদমদীঘিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বুলবুল সরদার (৩৮) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন।
নিহত বুলবুল সরদার নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পারইল গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।
শনিবার (১জুলাই) রাত ৯ টায় আদমদীঘি- আবাদপুকুর সড়কের আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, নিহত বুলবুল মোটরসাইকেল যোগে আদমদীঘি বাজারে কাজ শেষে তার বাড়ি পারইল গ্রামে ফিরছিলেন। আদমদীঘি-আবাদপুকুর সড়কের আমতলী নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সে মারা যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।